![চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/08/31/chapainawabganj_abnews24 copy_97772.jpg)
চাঁপাইনবাবগঞ্জ, ৩১ আগস্ট, এবিনিউজ : জেলার গোমস্তাপুর উপজেলায় বন্যার পানিতে ডুবে শাব্বির (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার চৌডাল ব্রিজ এলাকায় বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
শাব্বির উপজেলার চৌডালা ইউনিয়নের টৌলঘর এলাকার নাইরুল ইসলামের ছেলে।
চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম জানান, গোমস্তাপুর উপজেলার চৌডাল ব্রিজ এলাকায় দুপুরে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে স্থানীয়রা শিশুটির লাশ দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। শিশুটির পরিবারের অন্যরা বাড়ির কাজে ব্যাস্ত ছিলেন। এ সময় শিশুটি পানিতে ডুবে মারা যায়।
এবিএন/জনি/জসিম/জেডি