শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • নারী ও শিশু
  • ঝালকাঠিতে প্রেমিক যুগলের সমুদ্র ভ্রমনে প্রেমিকার মৃত্যু : প্রেমিক আটক

ঝালকাঠিতে প্রেমিক যুগলের সমুদ্র ভ্রমনে প্রেমিকার মৃত্যু : প্রেমিক আটক

ঝালকাঠিতে প্রেমিক যুগলের সমুদ্র ভ্রমনে প্রেমিকার মৃত্যু : প্রেমিক আটক

ঝালকাঠি, ১৫ সেপ্টেম্বর, এবিনিউজ : কুয়কাটা ভ্রমণ করে ফেরার পথে বখাটেদের কবল থেকে বাঁচতে গিয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় কলেজে ছাত্রী প্রেমিকা স্বর্না আক্তার ইতি (১৭) নিহতের ঘটনায় চাচা এসএম রেজাউল করিম বাদী হয়ে অপহরণ ও হত্যার অভিযোগে মামলা দায়ের করেছে। ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে আহত প্রেমিক ও ধাওয়াকারী ৩ বখাট সহ অজ্ঞাত আরও ২/৩ জনের বিরুদ্ধে (এমপি১২৩/১৭) দায়েরকৃত মামলায় অপহরণ ও হত্যার অভিযোগ করা হয়েছে। অভিভাবকদের কাছে গোপন করে উঠতি দুই প্রেমিক-প্রেমিকা সমুদ্র ভ্রমনে যাওয়া ও দূর্ঘটনায় হতাহতের বিষয়টি অপহরণ ও হত্যার মামলায় রুপান্তরিত হওয়ায় দুটি পরিবারের ঘুর্নিঝড় সৃষ্টি হয়েছে।

ইতি নিহতের ঘটনায় চাচা এসএম রেজাউল করিম বাদী হয়ে দায়েরকৃত মামলার অভিযুক্তরা হলেন, ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের হাজরাগাতি গ্রামের আ. মজিদ হাওলাদারের ছেলে ঢাকার তিতুমীর সরকারি কলেজের ছাত্র মো. রহমান হাওলাদার ওরফে বাবু (২২), কলাপাড়া উপজেলার কালাম বয়াতির ছেলে নয়ন (২২) একই উপজেলার কালামিয়ার ছেলে তরিকুল ইসলাম বাবু (২৩) ও সিদ্দিকের ছেলে মো. সবুজ (২২)সহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগে বলা হয়েছে, নলছিটি উপজেলাধীন রানাপাশা গ্রামের পল্লী চিকিৎসক শাহজাহান শিকদারের মেয়ে বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিউটের ২০১৬-১৭ শিক্ষা বর্ষের ৩য় সেমিস্টারের ছাত্রী স্বার্না আক্তার ইতি ঝালকাঠি শহরের ফকির বাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকত। গত ৬ সেপ্টেম্বর ভোরে বরিশালে যাওয়ার পথে শহরের গুরুধাম এলাকা থেকে ইতিকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায় এবং বরগুনার আমতলী থানার পটুয়াখালি-কুয়াকাটা সড়কের ক্যাণপুর (কলঙ্ক) নামক স্থানে ইতিকে আসামিরা হত্যা করে। অন্যদিকে সড়ক দূর্ঘটনায় স্বর্না আক্তার ইতি নিহতের ঘটনায় আমতলি থানা পুলিশ একটি ইউডি মামলা দায়ের ও আহত প্রেমিক কলেজ ছাত্র রুমানকে আটক করে বলে জানাগেছে।

প্রসঙ্গত, কলাপাড়া থানা পুলিশের একটির সূত্র জানায়, কলেজ ছাত্র প্রেমিক রুমান হাওলাদারের সাথে গত ৬ সেপ্টেম্বর মোটরসাইকেলে চড়ে প্রেমিকা স্বর্না আক্তার ইতি কুয়াকাটা সমুদ্র ভ্রমনে যায়। পরের দিন ৭সেপ্টেম্বর দুপুরে প্রেমিক যুগল বাড়ী ফেরার পথে কলাপাড়ার কয়েকজন বখাটে যুবক তাদের ধাওয়া করে। এ অবস্থায় দ্রুতো মোটরসাইকেলে যাওয়ার পথে আমতলি থানার কলংক এলাকায় সড়ক দূর্ঘটনায় ঘটে। পরে স্থানীয় পথচারীরা তাদের দুজনকে উদ্ধার করে তাৎক্ষনিক কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ইতি কে মৃত ঘোষণা করে ও রুমান কে প্রাথমিক চিকিৎসা করেন।

আমতলি থানা পুলিশ অসুস্থ প্রেমিক রুমানকে জিজ্ঞাসাবাদ কালে সে জানায়, কুয়াকাটা থেকে ফেরার পথে কলাপাড়ার কয়েকজন বখাটে যুবক মটোরসাইকেল নিয়ে তাদের ধাওয়া করে আটক করার চেষ্টা করে। তাদের হাত থেকে আত্মরক্ষার জন্য দ্রুত মোটরসাইকেল চালিয়ে আসতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তবে তারা প্রাথমিক তদন্তে জানতে পেরেছে স্থানীয় একদল বখাটে প্রথমে তাদের আটকে বিভিন্ন প্রশ্নের এক পর্যায় তারা দ্রুতো মটোরসাইকেল চালিয়ে সরে পরার চেষ্টাকালে দূর্ঘটনার শিকার হয়েছে।

তবে রানাপাশা গ্রামে নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, প্রেমিকা ইতি ও প্রেমিক রুমান এক সাথে কুয়কাটা ভ্রমনে যাওয়ার বিষয়টি দুজনের পরিবার ও অভিভাবকদের কাছে গোপন রাখে। যে কারনে দূর্ঘটনার খবর পেয়ে নিহত ইতির পরিবার হতবিহ্লিত হয়ে যায় ও স্থানীয়দের কাছে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে নিহত স্বার্নার চাচা রাজ্জাক শিকদার বলে ছিলেন যে, যেহেতু এটা একটা দুর্ঘটনা, আর দূর্ঘটনা উপর তো কারো হাত নেই। তাই আমাদের কারো বিরুদ্ধে কোন প্রকার অভিযোগ নেই বা তোন অভিযোগ দায়ের করবো না।

সূত্রটি আরো জানায়, পল্লী চিকিৎসক শাহজাহান শিকদারের ৩ মেয়ে ও ১ছেলের মধ্যে নিহত স্বর্না আক্তার ইতি ৩য়। ঘটনার প্রাথমিক পর্যায়ে বদনাম এড়ানোর জন্য তারা বাবা-মা কোন মামলা বা অভিযোগ দায়েরে রাজী ছিলো না। পরে স্থানীয় স্বার্থন্বেষীদের ইন্ধনে চাচা বাদী হয়ে ইতিকে ফুসলিয়ে অপহরণ ও হত্যার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত