শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বখাটের ক্ষুরের আঘাতে কলেজছাত্রী গুরুতর আহত

বখাটের ক্ষুরের আঘাতে কলেজছাত্রী গুরুতর আহত

বরিশাল, ১৬ অক্টোবর, এবিনিউজ : বরিশালের উজিরপুরে এক বখাটে ধারালো ক্ষুরের আঘাতে বরিশাল বিএম কলেজের এক ছাত্রীকে (১৯) গুরুতর আহত করেছে। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত শনিবার রাতে উজিরপুরের শোলক ইউনিয়নের ধামুরায় কলেজছাত্রীর ওপর এ হামলা হয়। এ ঘটনায় গতকাল রবিবার তার মা উজিরপুর মডেল থানায় তিনজনকে আসামি করে মামলা করেছেন। মামলার দুই আসামিকে পুলিশ গ্রেফতার করলেও প্রধান আসামি আলাল সরদার (২২) পলাতক।

প্রত্যক্ষদর্শী, পরিবার ও পুলিশ সূত্র বলেছে, বরিশালের আগৈলঝাড়ার রতœপুর ইউনিয়নের একটি গ্রামে বিএম কলেজের সম্মান শ্রেণির ওই ছাত্রীর বাড়ি। তাকে কলেজে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন উজিরপুরের কাংশী গ্রামের বখাটে আলাল সরদার। অশালীন প্রস্তাবও দিতেন। একপর্যায়ে কলেজছাত্রীকে অপহরণ ও হত্যার হুমকি দেন আলাল।

ওই কলেজছাত্রীর এক সহপাঠী বলেন, শনিবার ওই কলেজছাত্রীসহ তারা তিন বান্ধবী কলেজে পরীক্ষা শেষে বরিশাল শহর থেকে ধামুরাগামী লোকাল বাসে উঠে বাড়ির উদ্দেশে রওনা দেন। সন্ধ্যার পর ধামুরা বাসস্ট্যান্ডে নেমে রিকশা ভ্যানে ওঠেন। সন্ধ্যা সাতটার দিকে ধামুরা পুলিশ ফাঁড়ির প্রায় ৫০ গজ দূরে পৌঁছানোর পর সেখানে থাকা আলাল দুই সহযোগীকে নিয়ে তাদের পথরোধ করে ছাত্রীটিকে গালাগাল করেন। এর প্রতিবাদ করলে সঙ্গে থাকা ধারালো ক্ষুর দিয়ে তার কপাল থেকে ঠোঁটের নিচ পর্যন্ত চিরে দেন আলাল। তাদের চিৎকারে লোকজন এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যান। সে সময় কোনো পুলিশ এগিয়ে আসেনি। পরে গুরুতর জখম অবস্থায় বান্ধবীকে উদ্ধার করে ধামুরা বাজারে এক চিকিৎসকের চেম্বারে পাঠালে তিনি ১৪টি সেলাই দেন। অবস্থা গুরুতর হওয়ায় নয়টার দিকে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, কলেজছাত্রীকে জখম করার ঘটনায় তার মা থানায় মামলা করেছেন। ওই ঘটনায় জড়িত সন্দেহে শনিবার রাতেই ধামুরায় অভিযান চালিয়ে মো. সৌরভ (২৩) ও মিরাজ হোসেনকে (২২) আটক করা হয়। গতকাল ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রধান আসামি আলাল পলাতক।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত