![নড়াইলে মোটরসাইকেল চাপায় এক শিশু নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/31/road-acc4@abnews_108189.jpg)
নড়াইল, ৩১ অক্টোবর, এবিনিউজ : নড়াইল সদরের গড়েরহাট বাজার এলাকায় মোটরসাইকেল চাপায় রাজু (৬) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। রাজু পঁচামাগুরা গ্রামের চঞ্চল মোল্যার ছেলে।
এলাকাবাসী জানান, সোমবার সন্ধ্যায় রাজু বাড়ির পাশের গড়েরহাট বাজার এলাকায় একটি দোকানের সামনের সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় মাইজপাড়া বাজার এলাকা থেকে গড়েরহাটগামী একটি মোটরসাইকেল রাজুকে চাপা দিলে সে নিহত হয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী পালিয়ে যান।
এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/নির্ঝর