বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

তারাগঞ্জে ধর্ষণের পর অন্তঃস্বত্তার ঘটনায় মামলা

তারাগঞ্জে ধর্ষণের পর অন্তঃস্বত্তার ঘটনায় মামলা

তারাগঞ্জ (রংপুর), ১০ নভেম্বর, এবিনিউজ : রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক মহিলাকে ধর্ষনের অন্তঃস্বত্তার পর বাচ্চা প্রসবের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

সূত্রে জানা গেছে, উপজেলার আলমপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের রহিম উদ্দিন মংলুর মেয়ে ও দুই সন্তানের জননী রুমি বেগম (২৮)কে শেরমস্ত চৌধুরীপাড়া গ্রামের কামরুজ্জামান বকুল চৌধুরী (৪৫)’র বাসায় ঝি এর কাজ করত।

গত শনিবার রাতে রুমির একটি কন্যা বাচ্চা প্রসব হলে এলাকায় চাঞ্চল্যের সৃস্টি হয়। পরে পরিবারের লোকজন ওই ঘটনায় বিচারের দাবিতে রুমি নিজেই বাদি হয়ে ধর্ষক কামরুজ্জামান বকুল চৌধুরীসহ অজ্ঞাত কয়েক জনকে আসামি করে মামলা দায়ের করে।

গত বৃহস্পতিবার (০৯ নভেম্বর) তারাগঞ্জ থানার মামলা নং(০৪)। এস.আই এসএম আব্দুর রাজ্জাক এর তদন্ত ভারে মামলাটি রয়েছে।

এ বিষয়ে আলমপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর কাদের চৌধুরী সবুজের কাছে জানতে চাইলে বলেন, আমাদের সুনাম নষ্ট করার জন্য একটি মহল পরো ঘটনাটি সাজিয়েছে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন বলেন, গত বৃহস্পতিবার কাজের মেয়েকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের প্রস্তুতি চলছে।

এবিএন/বিপ্লব হোসেন অপু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত