![ফরিদপুরে তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ: ৭০ বছরের বৃদ্ধ আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/10/rape-logo_110288.jpg)
ফরিদপুর, ১০ নভেম্বর, এবিনিউজ : ফরিদপুরের সদর উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কানু শেখ (৭০) নামের এক বৃদ্ধকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আজ শুক্রবার এ ঘটনা ঘটে।
জানা যায়, গত ২৫ অক্টোবর বিকেলে এলাকার একটি মাঠে নিজেদের একটি ছাগল আনতে যায় মেয়েটি। এ সময় শিশুকে একটি হলুদ ক্ষেতে নিয়ে ধর্ষণ করেন ওই বৃদ্ধ। তার চিৎকার শুনে এলাকার মুজাহিদ ও মিলন নামের দুই যুবক ধর্ষণের দৃশ্যটি মোবাইল ফোনে তোলে। পরে কানু শেখকে তা দেখিয়ে এক লাখ টাকা দাবি করে তারা। এ সময় কানু শেখ ৭০০ টাকা যুবকদের হাতে দেন। তারা আরও টাকার জন্য চাপ দেন।
সংশ্লিষ্টরা আরও জানায়, আজ শুক্রবার সকালে ঘটনাটি গোপালপুর বাজারে বিভিন্ন লোকের মোবাইল ফোনের মাধ্যমে ছড়িয়ে দেয় তারা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকার লোকজন কানু শেখের বাড়িতে গিয়ে তাকে ধরে উত্তমমাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর বলেন, ‘সবার সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। আমার কাছেও ঘটনাটি সত্য মনে হচ্ছে। আমি ধর্ষককে আটক করে নিয়ে এসেছি।’
এবিএন/মমিন/জসিম