![গলাচিপায় ৬৫ বছরের বৃদ্ধ কর্তৃক বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগ!](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/20/rape_abnews_111823.jpg)
পটুয়াখালী, ২০ নভেম্বর, এবিনিউজ : যৌবনের লালসাহীন জঘন্য অপরাধ থেকে রেহায় পায়নি ১২ বছরের বুদ্ধি প্রতিবন্ধী ও অসহায় এক কিশোরী। পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালীয়া ইউনিয়নের ১নং নম্বর ওয়ার্ডের গজালিয়া গ্রামের হতদরিদ্র ও দিন মুজুরী আবুল কালাম মৃধার বুদ্ধি প্রতিবন্ধী ১২ বছরের মেয়েকে ভয় দেখিয়ে ধান খেতে নিয়ে ধর্ষণ করে একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত রফিক গাজীর ছেলে আবুবকর গাজী (৬৫)।
সরজমিনে ভিকটিম পরিবারের কাছে জানা যায়, ৫ থেকে ৬ দিন আগে, বুদ্ধি প্রতিবন্ধী সুমাইয়া নিজের বাড়ির পার্শে ধান খেতে গরুর জন্য ঘাস কাটতে গেলে, বাড়িতে ঐ সময় লোকজন নাথাকার সুযোগে সুমাইয়াকে একা পেয়ে ধর্ষক আবুবকর গাজী ভয় দেখিয়ে ধর্ষণ করে। ঐ সময়ে লোকজন দেখে ফেলায় দ্রুত পালিয়ে গা ঢাকা দেয় ধর্ষক আবুবকর গাজী।
ভিকটিম এর মা ও বাবা ও তার একমাত্র ভাই রুবেল প্রতিবেদককে জানায়, বিষয়টি জনসাধারণের মাঝে ছড়িয়ে পড়ার আগে, ধর্ষক ও তার পরিবারকে জানালে তারা বিভিন্ন ভয় ভিতি দেখিয়ে ১০ হাজার টাকার বিনিময়ে ধামা চাপার চেষ্টা করে।
এক পর্যায় ঘটনার বিষয়ে স্থানীয় জনসাধারণ ফুলে ফেঁপে উঠলে, গতকাল রবিবার বিকেলে পটুয়াখালী ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) এর সভাপতি ও সাংবাদিক জলিলুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক মু. জিল্লুর রহমান জুয়েল ঘটনা স্থানে পরিদর্শন করলে ঘটনার বিষয়ে শিকার করে ভিকটিম ও তার পরিবার।
এ বিষয়ে অভিযুক্ত আবুবকর গাজীর বাড়িতে গেলে গা ঢাকা দেয় ধর্ষক তার পরিবার। পরে বিষয়টি গলাচিপা থানার ইনচার্জ ও জনসাধারণের আস্থাভাজন ওসি মোঃ জাহিদ হোসেন এর তদারকিতে দ্রুত আমলে নিয়ে ভিকটিম পরিবারের পাশে থেকে ধর্ষককে আটক করার জন্য ঘটনা স্থানে ওসি তদন্ত সহ পুলিশ ফোর্স পাঠালে পালিয়ে জায় ধর্ষক আবুবকর গাজী।
এ বিষয়ে গলাচিপা থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে বলে থানা সুত্রে জানা যায়, যার নং ১৩/ ১৭ ইং।
এবিএন/জলিলুর রহমান সোহেল/জসিম/এমসি