বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

শিশু তালহাকে বাঁচাতে এগিয়ে আসুন

শিশু তালহাকে বাঁচাতে এগিয়ে আসুন

ঘাটাইল (টাঙ্গাইল), ২০ নভেম্বর, এবিনিউজ : আবু তালহা বয়স ৬ বছর। সে ঘাটাইল উপজেলার ধলাপাড়া একাডেমী নামে কিন্ডার গার্টেনের নার্সারীর ছাত্র। বিদ্যালয়ের অন্য সব শিক্ষার্থীর সাথে সে থাকত সদা হাস্যজ্জোল। সদা হাস্যজ্জোল তালহার মুখের হাসি ক্রমেই মিলিয়ে যাচ্ছে। ছোট্ট এই শিশুটির শরীরে বাসা বোধেছে মরনব্যাধি ব্লাড ক্যান্সার।

বর্তমানে তালহা ঢাকা শিশু হাসপাতালে ১১নং ওয়ার্ডে ৭নং বেডে ডাঃ তৌহিদ এর অধিনে চিকাৎসাধীন রয়েছে। মৃত্যুর পথযাত্রী এই শিশুটির বাবা নজরুল ইসলাম ননএমপিও ভুক্ত ধলাপাড়া কলেজের বাংলা বিভাগের প্রভাষক। বাড়ি ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের গাংগাইর গ্রামে।

তালহার বাবা নজরুল ইসলাম জানান, তার দুই ছেলে এক মেয়ে মধ্যে তালহা মেঝ। এই ছোট্র বয়সেই রোগটি সনাক্ত হয় গত এক মাস আগে। চিকিৎসকরা জানিয়েছেন তালহার চিকিৎসার জন্য প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন। আমি একজন ননএমপিও ভুক্ত কলেজর শিক্ষক।

কলেজ অংশ থেকে যে বেতন-ভাতা পাই তা দিয়ে কোন ভাবে সংসার চালিয়ে আসছিলাম। ছেলের ব্লাড ক্যান্সার সনাক্ত হবার পর এ পর্যন্ত প্রায় দেড় লাখ টাকার বেশী খরচ হয়ে গেছে যার পুরোটাই ধার দেনা করে আত্বীয় স্বজনদের কাছ থেকে সংগ্রহ করতে হয়েছে। বাকি টাকা সংগ্রহ করা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন তাই বলে কি আমার ছেলের চিকিৎসা হবে না, সে কি বাঁচবেনা । আর দশটি শিশুর মত তালহা কি আর স্কুলে যেতে পারবে না! তাই ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবান সকলের কাছে সহায়তা চাই।

টাকার অভাবে বিনা চিকিৎসায় যেন আমার ছেলে মারা না যায় সমাজের সকল শ্রেণি পেশার মানুষের কাছে আমার অনুরোধ আমার ছেলেকে বাঁচাতে এগিয়ে আসুন।

সাহায্য পাঠানোর ঠিকানা ০১৭১৬-৬৫০৬৪৩ বিকাশ (ব্যক্তিগত) ব্যাংক একাউন্ট নম্বর-০৬১৫১০২১০৪২১১৯ জনতা ব্যাংক লিমিটেড, ধলাপাড়া শাখা, ঘাটাইল, টাঙ্গাইল।

এবিএন/নজরুল ইসলাম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত