বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • নারী ও শিশু
  • গাইবান্ধায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

গাইবান্ধায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

গাইবান্ধায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

গাইবান্ধা, ২৬ নভেম্বর, এবিনিউজ : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে রোববার গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। র‌্যালীর উদ্বোধন করেন অধ্যাপক জহুরুল কাইয়ুম।

পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আ’লীগ নেতা সাইফুল আলম সাকা, রোভার স্কাউটের সৈয়দ আজহারুল হক লালু, অবলম্বন ফাউন্ডেশনের প্রবীর চক্রবর্ত্তী, সাংবাদিক রিক্তু প্রসাদ, প্রতিমা রাণী, আব্দুল খালেক প্রমুখ।

আমরাই পারি জেলা পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, জেলা সামাজিক উদ্যোক্ত দল, মহিলা পরিষদ, সিপিবি নারী শাখা, দুর্বার নেটওয়ার্ক, কর্মজীবি নারী, অবলম্বন, জাতীয় মহিলা সংস্থা, জেলা মহিলা ক্রীড়া সংস্থা, মার্শাল ওপেন ক্রু রোভার দল, মানবাধিকার সংরক্ষণ পরিষদ, মানবাধিকার নারী সমাজ, মানবাধিকার নাট্য পরিষদ যৌথভাবে এই র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে।

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত