![স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ: আটক ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/30/rape@abnews_113175.jpg)
ঝালকাঠি, ৩০ নভেম্বর, এবিনিউজ : ঝালকাঠির রাজাপুর উপজেলায় পঙ্গু স্বামীকে বেঁধে রেখে নারীকে পালাক্রমণে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাতে উপজেলার মেডিকেল মোড় এলাকায় ধর্ষণের এ ঘটনা ঘটে। স্বামী জানান, বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত আসামিরা পালাক্রমে তাঁর স্ত্রীকে ধর্ষণ করেন। এ সময় তাঁরা সেখানে ইয়াবাও সেবন করেন।
আসামিদের মধ্যে রয়েছেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ওরফে টাইগার মনির, বালু ব্যবসায়ী সিদ্দিকুর রহমান ও মনির হোসেন। প্রথম দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ ও ভুক্তভোগী নারীর স্বামী জানান, বিকেলে শ্রমিক লীগ নেতাসহ পাঁচ যুবক ওই নারীর বাড়িতে প্রবেশ করেন। এসময় অসুস্থ স্বামীকে বেঁধে রেখে তাঁর সামনেই স্ত্রীকে তাঁরা পালাক্রমে ধর্ষণ করেন। ওই নারী রাতেই থানায় গিয়ে অভিযোগ করেন। পুলিশ রাত ২টার দিকে অভিযান চালিয়ে শ্রমিক লীগ নেতা মনির ও সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করে।
রাজাপুর থানার উপপরিদর্শক উপপরিদর্শক (এসআই) মো. ফিরোজ জানান, শ্রমিক নেতার বাড়ি উপজেলা সদরের বাইপাস এলাকায় এবং সিদ্দিকুর পাশের উপজেলা ভাণ্ডারিয়ার বাসিন্দা।
এবিএন/মমিন/জসিম