বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বদলগাছীতে গলায় ওড়না পেঁচিয়ে শিশুর রহস জনক মুত্যু

বদলগাছীতে গলায় ওড়না পেঁচিয়ে শিশুর রহস জনক মুত্যু

বদলগাছী (নওগাঁ) , ০৫ ডিসেম্বর, এবিনিউজ : নওগাঁর বদলগাছীতে গলায় ওড়না পেঁচিয়ে (৯) বছরের শিশু পুত্র মারুফ হোসেন রহস জনক মুত্যু ঘটনা ঘটেছে। জানা যায় গত সোমবার ৪ ডিসেম্বর বেলা ১১ প্ররাবাড়ী গ্রামের মোতাহার আলীর পুত্র মারুফ হোসেন(৯)। জন্মের পর পুত্র মারুফ হোসেনকে পিতার কাছে রেখে তার মা অন্যত্র বিয়ে বসেন। তারপর থেকে পিতার কাছে লালিত-পালিত হয় মারুফ। তার পিতাসহ প্রতিবেশীরা জানায় মারুফ ছিল খুুুব জেদী। মারুফ সকালে মোয়া খেতে চায়। তার বাবা তাকে দোকান থেকে আনতে বলে অন্যের বাড়িতে কাজের সন্ধ্যানে যায়। কিছুপর ফিরে এসে তার বেড়ার ঘরে বাঁশের সংগে মারুফকে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার পিতার আর্তচিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে তার গলার ফাঁস খুলে দেয়। তখনও সে জীবিত ছিল। কিছু পর সে মারা যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার বদলগাছী-মহাদেবপুর সার্কেল আবু সালেহ মো. আশরাফুল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দীন, (তদন্ত) শাহিনুর আলম, এসআই আখতারুল করিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দীন বলেন লাশের সুরতহাল অনুসারে আত্মহত্যায় বলে ধারনা করছেন। এই বিষয়ে বদলগাছী থানায় একটি ইউডি মামলা হয়েছে। এলাকাবাসী সুত্রে জানা যায় এই শিশু বাচ্চাটি রহস জনক মুত্যু বলে মনে করেন।

এবিএন/হাফিজার রহমান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত