বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

জেএসসি পরীক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা

জেএসসি পরীক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা

জামালপুর, ০৭ ডিসেম্বর, এবিনিউজ : জামালপুরে এক জেএসসি পরীক্ষার্থীকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। ঐ ধর্ষকের নাম মনিরুল ইসলাম। বুধবার মেয়েটির মা বাদী হয়ে থানায় মনিরুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এর আগে গত বৃহস্পতিবার দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গায় এ ঘটনায় মনিরুলকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, তারাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থী এ বছর জেএসসি পরীক্ষা দিয়েছে।

স্থানীয় লোকজন জানান, গত ৩০ নভেম্বর বৃহস্পতিবার বাড়ি থেকে জোরপূর্বক মেয়েটিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন মনিরুল। মেয়েকে উদ্ধারের জন্য তার মা মনিরুলের বাড়িতে গেলে তাকে পিটিয়ে আহত করা হয়।

এ ঘটনায় শিক্ষার্থীর মা বুধবার দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করলে নজরুলকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানান মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক কামরুজ্জামান।

এ ব্যাপারে দেওয়ানগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম জানান, আসামিরা যত প্রভাবশালী হোক তাদের আইনের আওতায় আনা হবে।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত