
ময়মনসিংহ, ১০ ডিসেম্বর, এবিনিউজ : ময়মনসিংহের গফরগাঁওয়ে সামিয়া আক্তার (৯) নামে এক শিশু শিক্ষার্থী ঘরের আড়ার সাথে গলায় গামছা পেচিয়ে ফাঁস লেগে মৃত্যুর ঘটনা ঘটেছে । গফরগাঁও থানা পুলিশ রাতে নিহত শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। শিশু শিক্ষার্থীর মৃতে্যু এলাকায় ও সহপাঠিদের মাঝে শোকের ছায়া নেমে আসে । ঘটনাটি ঘটে উপজেলার রসুলপুর ইউনিয়নে ছয়য়ানি গ্রামে শনিবার দুপুরে। নিহত সামিয়া ওই গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে স্থানীয় ছয়ানী রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী । নিহতের বাবা মোফাজ্জল গফরগাঁও থানায় একটি অপমৃত্যু মামলা করেছে ।
অভিযোগ জানা যায়, দুপুরে খেলার করার জন্য ঘরের আড়ার সাথে রশি বেধে দোলনা বানিয়ে খেলার সময় অসাবধনতা বশত শিশু সামিয়ার গলায় রশি আটকে যায়। এতে গলায় ফাস লেগে মৃত্যু হয়।
গফরগাঁ থানার এসআই সাইফুল ইসলাম বলেন ,নিহতের পরিবারর দাবী ঘরের আড়ার সাথে গামছা দিয়ে দুলনা বানিয়ে খেলা করতে গিয়ে অসাবধানতা বসত গলায় ফাসঁ লেগে মারা যায় । তবে ময়না তদন্ত রিপোট পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে ।
এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/নির্ঝর