নরসিংদী, ১৭ ডিসেম্বর, এবিনিউজ : নরসিংদীর চম্পক নগরে ৪র্থ শ্রেণির স্কুল ছাত্রী মুন্নী আক্তারকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষণকারী সিরাজুল ইসলামকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী। আজ সকালে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের চম্পক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষুব্দ এলাকাবাসী ধর্ষণকারীর ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, অত্র ওয়ার্ডের ইউপি সদস্য মো: মোস্তফা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোজাম্মেল হক ও বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা সহ এলাকাবাসী।
উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার চম্পক নগরে এই ধর্ষনের ঘটনা ঘটে। ধর্ষক সিরাজুল ইসলাম (১৯) একই এলাকার কাশেম আলীর ছেলে। ঘটনার পর থেকে ধর্ষক পলাতক রয়েছে। ধর্ষনের ঘটনায় মেয়ের মামা বাদী হয়ে সিরাজুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।
এবিএন/সুমন রায়/জসিম/নির্ঝর