![ঝিনাইদহের মহেশপুরে পুকুরে ডুবে যমজ দুই বোনের মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/21/panite-dube-mrittu@abnews_116267.jpg)
ঝিনাইদহ, ২১ ডিসেম্বর, এবিনিউজ : ঝিনাইদহের মহেশপুরে পুকুরে ডুবে হাসি ও খুশি নামের দুই যমজ বোনের মৃত্যু হয়েছে। তাদের উভয়ই বয়স ৪ বছর। নিহত যমজ দুই বোন মহেশপুর উপজেলার উজ্জ্বলপুর গ্রামের ফুলচাঁনের মেয়ে। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে। যমজ দুই বোনের মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বর মন্টু মিয়া জানান, ফুলচাঁনের দুই মেয়ে হাসি ও খুশিসহ ৪ শিশু মিলে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলা করছিল। এদের মধ্যে হাসি ও খুশি পুকুর মধ্যে থাকা শাপলা দেখে তা তুলতে যায়। সে সময় তারা দু’বোনই পানিতে ডুবে মারা যায়।
মহেশপুর থানার এসআই আলীমুজ্জামান জানান, পুকুর পাড়ে খেলা করতে যেয়ে দুই বোন পানিতে পড়ে যায়। তাদের উদ্ধার করে মহেশপুর হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
এবিএন/যবনিকা/জসিম/নির্ঝর