![দৌলতপুরে এসএসসি পরীক্ষার্থী অপহরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/21/kidnap_116302.jpg)
দৌলতপুর (কুষ্টিয়া) , ২১ ডিসেম্বর, এবিনিউজ : কুষ্টিয়ার দৌলতপুরে প্রাইভেট পড়তে যাবার পথে এস,এস,সি পরীক্ষার্থী কে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে দৌলতপুর থানায় অভিযোগ করেছে ঐ পরীক্ষার্থীর পরিবার।
থানা পুলিশ ও অপহৃতের পরিবার জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে ২০১৮ সালে অনুষ্ঠিতব্য এস,এস,সি পরীক্ষার্থী ও এক কলেজ শিক্ষকের কন্যা (১৫) তার বাড়ি থেকে তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় প্রাইভেট পড়তে যাচ্ছিল। এ সময় উপজেলার কায়ামারী গ্রামের আবুল হোসেনের বখাটে ছেলে রানা (২০) তার বন্ধু জনি (১৯) সহ ৫/৬ জন দুর্বৃত্ত ঐ পরীক্ষার্থীকে জোর পুর্বক অপহরন করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ ব্যাপারে ঐ পরীক্ষার্থীর মামা আবু বক্কর বাদি হয়ে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছে। আবু বক্কর সাংবাদিকদের জানান, পুর্ব শত্রুতার জের ধরে ঐ দুর্বৃত্তরা তার বোনের মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে। তিনি আরো জানান, তার ভাগ্নী মেধাবী ছাত্রী এবং সামনে তার এস,এস,সি পরীক্ষা। তাই তারা চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অপহৃত পরীক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
এবিএন/ জহুরুল হক/জসিম/নির্ঝর