বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • নারী ও শিশু
  • পীরগঞ্জে মহিলা সদস্যকে শ্লীলতাহানির অভিযোগে মেম্বার গ্রেফতার

পীরগঞ্জে মহিলা সদস্যকে শ্লীলতাহানির অভিযোগে মেম্বার গ্রেফতার

পীরগঞ্জে মহিলা সদস্যকে শ্লীলতাহানির অভিযোগে মেম্বার গ্রেফতার

পীরগঞ্জ, ২২ ডিসেম্বর, এবিনিউজ : ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়ন পরিষদের এক মহিলা সদস্যের শ্লীলতা হানির অভিযোগে অবশেষে আলী হোসেন ডাকু মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

জানা যায়, ভোমরাদহ ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য (মেম্বার) আলী হোসেন ডাকু একই ইউনিয়নের এক সংরক্ষিত মহিলা সদস্যের মোবাইলে অশ্লীল ভাষায় বার্তা প্রদান করে এবং বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়ে আসছিল।

সম্প্রতি রাতে বেলা ঐ মহিলা সদস্যের বাড়ি ঢুকে চাকু দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ নিয়ে গত ৩০ নভেম্বর বিকেলে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে পরিষদের এক সভা ডাকা হয়। সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিটলার হক, পরিষদের ৩ জন মহিলা সদস্যসহ আরও ৯ জন সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।

সভায় অভিযোগ বিষয়ে সদস্য আলী হোসেন ডাকুর নিকট জানতে চাওয়া হয়। এসময় অভিযোগ অস্বীকার করে আলী হোসেন ক্ষিপ্ত হয়ে সভাকক্ষে উপস্থিত ঐ মহিলা সদস্যকে মারধর শুরু করে এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় সদস্য মোজাম্মেল হক সহ অন্যান্য সদস্যরা আলী হোসেনকে বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু আলী হোসেন কোন কথা না শুনে তাকে মারধর করতে থাকে। এক পর্যায়ে সদস্য মোজাম্মেল ঐ মহিলা সদস্যকে বাচাতে এগিয়ে এলে তার বুকে আঘাত করে আলী হোসেন। এতে মোজাম্মেল সভাকক্ষেই জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থা বেগতিক দেখে অন্যান্য সদস্যদের ধাক্কা মেরে দ্রুত সটকে পড়ে আলী হোসেন। পরে প্রাথমিক চিকিৎসা চালিয়ে মোজাম্মেলের জ্ঞান ফিরানো হয়। এরপর মোজাম্মেল ও ঐ মহিলা সদস্যকে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ইউনিয়ন পরিষদের ঐ সভায় আলী হোসেনের এমন আচরণ ও কর্মকান্ডে তার বিরুদ্ধে স্থানীয় সরকার আইন ২০০৯ এর ৩৯ ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদ কতৃক অনাস্থা প্রস্তাব গৃহীত হয়।

এদিকে ঐ মহিলা সদস্য আলী হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানীসহ মারপিট ও হুমকি ধামকির অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। উপজেলা নির্বাহী অফিসার ঐ দরখাস্ত থানায় প্রেরণ করেন। এ নিয়ে অনেক দেন দরবার হয়। অবশেষে গতকাল বৃহস্পতিবার থানায় মামলা রুজু হলে পুলিশ ডাকুকে গ্রেফতার করে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আমিরুজ্জামান বলেন, মামলা হয়েছে। আসামী গ্রেফতার করা হয়েছে।

এবিএন/বিষ্ণু পদ রায়/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত