বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

গাইবান্ধায় স্কুল ছাত্রীকে ধর্ষণ: গ্রেফতার ৩

গাইবান্ধায় স্কুল ছাত্রীকে ধর্ষণ: গ্রেফতার ৩

গাইবান্ধা, ২৩ ডিসেম্বর, এবিনিউজ : গাইবান্ধার সাদুল্যাপুরে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে।

সরেজমিনে জানা গেছে, মায়ের সঙ্গে কাপড় কিনতে শুক্রবার বিকেলে স্থানীয় নলডাঙ্গা বাজারে যায় ওই ছাত্রী। সন্ধ্যার দিকে মেয়েকে বাড়িতে পাঠিয়ে মা অন্য একটি কাজে বের হন। বাড়ি ফেরার পথে খাদ্য গুদামের কাছে পৌঁছালে একই এলাকার সোহাগ, বাবু, মাহফুজ ও রুবেল মেয়েটির মুখে ওড়না পেঁচিয়ে পাশের আখ ক্ষেতে নিয়ে ধর্ষণ করে।

এসময় মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে সোহাগ, বাবু ও মাহফুজকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

এই ঘটনায় মেয়েটির চাচা বাদী হয়ে গতরাতেই ৫ জনকে আসামি করে সাদুল্যাপুর থানায় একটি মামলা করেন। এ মামলায় আটক ৩ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত