![সিরাজগঞ্জে শিশুর গলা কাটা লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/12/26/mittodeho-uddar-logo_117086.jpg)
সিরাজগঞ্জ, ২৬ ডিসেম্বর, এবিনিউজ : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ছোট বেড়াখাড়ুয়া গ্রামের চায়না খাতুন (১০) নামে এক শিশুর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে পুলিশ ওই গ্রামের যমুনা নদীর ক্যানেল থেকে তার লাশ উদ্ধার করে। সে ওই গ্রামের তাঁত শ্রমিক জহুরুল ইসলামের মেয়ে। এ হত্যাকান্ড নিয়ে এলাকায় শোক ও আতংকের সৃষ্টি হয়েছে।
বেলকুচি থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, গতকাল সোমবার সন্ধ্যার পর বাড়ি ফিরে না আসায় রাতভর এলাকার বিভিন্ন স্থানে চায়নাকে বহুু খোঁজাখুজি করে তার সন্ধান পায়নি স্বজনরা। আজ মঙ্গলবার দুপুরে স্থানীয়রা উল্লেখিত স্থানে একটি শিশুর লাশ দেখতে পায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গলা কাটা শিশুটির লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এবিএন/তফিজ উদ্দিন/জসিম/এমসি