সিরাজগঞ্জ, ২৬ ডিসেম্বর, এবিনিউজ : সবজীর বাগান থেকে মাত্র একটি মুলা তোলার অপরাধে সিরাজগঞ্জের কামারখন্দে হাত পা বেধে প্রায় সাড়ে ৫ বছরের শিশু রিফাতকে নির্য়াতনের অভিযোগে নির্যাতনকারী খালিদ হোসেন খোকনকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। সে কামারখন্দ উপজেলার বড়কুড়া গ্রামের আজিজুল হক সরকারের ছেলে।
গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাকে ওই উপজেলার বড়কুড়া গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
কামারখন্দ থানার ওসি আবু ওবায়দা খান বলেন, রবিবার বিকেলে গ্রেফতারকৃত খোকনের জমি থেকে একটি মুলা তোলার অপরাধে শিশু রিফাতকে হাত পা বেধে বেধম মারপিট করে। একপর্যায়ে জোরপূর্বক শিশুটির মুখে মুলা ঢুকিয়ে দেয়া হয়। এতে শিশু রিফাত জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করে।
এ ব্যাপরে শিশুটির বাবা মুকুল হোসেন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।
এবিএন/তফিজ উদ্দিন/জসিম/এমসি