বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আশুলিয়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

আশুলিয়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

‌সাভার, ২৭ ডিসেম্বর, এবিনিউজ : সাভা‌রের আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থে‌কে সুমাইয়া আক্তার নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রা‌তে পলাশবাড়ির বটতলা এলাকার মোখলেস মিয়ার বাড়ি থেকে মরাদেহটি উদ্ধার করা হয়।

সুমাইয়া অাক্তার (১১) জামালপুরের মাদারপুর উপজেলার কান্দনগাড়ি গ্রামের সুলতান মিয়ার মেয়ে। সে আশুলিয়ার জুয়েল মডেল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিলো।

জানা গে‌ছে, সুমাইয়ার বাবা মা ও বোন স্থানীয় একটি কারখানায় চাকরি করে। সে সুবাদে সুমাইয়া দিনের বেলায় বাসায় একাই থাকতো। মঙ্গলবার দুপুর থে‌কে সে ঘরের দরজা লাগিয়ে ভেতরে অবস্থান করছিলো। রাতে তার মা বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। পরে ঘরের জানালা দিয়ে তিনি সুমাইয়ার ঝুলন্ত মরাদেহ দেখতে পেয়ে চিৎকার কর‌লে স্থানীয়রা এগি‌য়ে অা‌সে। প‌রে খবর পে‌য়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমাইয়ার ঝুলন্ত মরাদেহ উদ্ধার করে।

আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) নাহিদ হাসান জানায়, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমাইয়ার ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে। মরাদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠি‌য়ে‌ছে। এবং থানায় এক‌টি মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

এবিএন/মো.সো‌হেল রানা খান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত