বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সাভারে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ

সাভারে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ

সাভার, ২৯ ডিসেম্বর, এবিনিউজ : ঢাকার সাভারে এক গৃহবধূকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাতে সাভার পৌর এলাকার গেন্ডা বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওই গৃহবধূ অভিযোগ করে বলেন, গতকাল বৃহস্পতিবার কেরানীগঞ্জের চরজগতলানাথপুর গ্রাম থেকে সাভারের গেন্ডায় ফুপাতো ভাই সৌদি প্রবাসী সিরাজুল ইসলামের বাড়িতে বেড়াতে আসি। পরে রাতে একটি স্কুলের সামনে গেলে গেন্ডা এলাকার লালমিয়া মাদবরের ছেলে মোশারফ মাদবর গলায় ছুরি ধরে একটি পুকুরপাড়ে নিয়ে রাতভর আটকে রখে ধর্ষণ করে ভোরবেলা ছেড়ে দেয়। ধর্ষণের ঘটনা কাউকে জানালে তাকে ও তার সন্তানদের হত্যার হুমকি দেয় সে।

তিনি বলেন, পরে বাসায় গিয়ে আত্মীয়স্বজনদের ধর্ষণের বিষয়টি জানাই।

এদিকে অভিযুক্ত ব্যক্তি মোশারফের ভাই মনোয়ার হোসেন জানায়, জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই জাহাঙ্গীর মুন্সী এই অভিযোগ করেছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানায়, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এবিএন/সো‌হেল রানা খান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত