বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

রাজাপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজাপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঝালকাঠি, ০৩ জানুয়ারি, এবিনিউজ : ঝালকাঠির রাজাপুরের বাদুরতলা গ্রামে দুই বছর বয়সী শিশু নাসিম হোসেন ও পুটিয়াখালি গ্রামে দেড় বছর বয়সী শিশু নিহাদ মিয়া পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার বিকেলে ওই শিশুদের বাড়ির পুকুরের পানিতে ডুবে এ দুর্ঘটনা ঘটে।

নাসিম উপজেলার পুটিয়াখালি গ্রামের শাহিন হোসেনের ছেলে এবং নিহাদ বাদুরতলা গ্রামের কালাম হোসেনের ছেলে। রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রের কর্মরত ডা. শিব শঙ্কর দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজনরা জানান, ওই শিশুদের স্বজনের অজান্তে খেলার ছলে নিজ নিজ বাড়ির পুকুরের পানিতে পড়ে যায় তারা। পরে খোজাঁখুঁজির এক পর্যায় তাদের উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে মৃত ঘোষণা করে ডাক্তার।

এবিএন/মো. আ. রহিম রেজা/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত