বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • নারী ও শিশু
  • ফুলবাড়ীয়ায় ট্রাকের ধাক্কায় সিএনজি উল্টে শিশু মৃত্যু : অাহত ৬

ফুলবাড়ীয়ায় ট্রাকের ধাক্কায় সিএনজি উল্টে শিশু মৃত্যু : অাহত ৬

ফুলবাড়ীয়ায় ট্রাকের ধাক্কায় সিএনজি উল্টে শিশু মৃত্যু : অাহত ৬

ফুলবাড়ীয়া( ময়মনসিংহ), ০৪ জানুয়ারি, এবিনিউজ : গতকাল বুধ বার সন্ধার পর ফুলবাড়ীয়া থেকে কেশেরগঞ্জ বাজারের উদ্যেশে ছেড়ে অাসা যাত্রীবাহী একটি সিএনজি বাকতা ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে অপর দিক থেকে আসা একটি বালু ভর্তি ট্রাক অতিক্রম করার সময়ট্রাকের ধাক্কায় সি এন জি খাদে পড়ে উল্টে গেলে মায়ের সাথে বাজার থেকে বাড়ী ফেরার পথে ৩ বছরের শিশু নোবাশ্বির সিএনজি চাপায় ঘটনাস্থলে নিহত হয় এবং ৬ জন অাহত হয়।

গুরুতর অাহতরা হলেন নিহতের মা হাজেরা খাতুন (২৫), সিএনজি চালক অজ্ঞাত( ৪৫), যাত্রী সুরুজ( ৫০), মিন্টু মিয়া (৩০), ও পথচারী মীম (৪) আসমা (২৫)। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এবিএন/হাফিজুল ইসলাম স্বপন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত