![কেরানীগঞ্জে তরুণীর লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/05/lash-uddar_118838.jpg)
কেরানীগঞ্জ (ঢাকা), ০৫ জানুয়ারি, এবিনিউজ : রাজধানীর কেরানীগঞ্জ উপজেলায় এক তরুণীর গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ।
মুন্সী নোয়াদ্দা গ্রামের একটি নির্জন জায়গা থেকে বৃহস্পতিবার বিকালে লাশটি উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ১৮ বছর।
কলাতিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শাহ আলম বলেন, বৃহস্পতিবার বিকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তার গলায় হলুদ রঙের ওড়না পেঁচানো রয়েছে। পরনেও রয়েছে হলুদ সালোয়ার ও হলুদ ছাপা কামিজ। তাকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করেছে বলে তিনি জানান।
লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ