![আশুলিয়ায় পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/13/rape_abnews_120275.jpg)
সাভার, ১৩ জানুয়ারি, এবিনিউজ : সাভারের আশুলিয়ায় এক পোশাক শ্রমিক ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের শিকার হওয়া ওই পোশাক শ্রমিক ১৫ বছরের কিশোরী বলে জানা গেছে। গতকাল শুক্রবার রাতে সাভারের আশুলিয়ার জিরানী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। কিশোরীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসি সেন্টারে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ধর্ষণের শিকার ওই কিশোরী শিমুলতলিতে একটি পোশাক কারখানায় কাজ করত। সম্প্রতি সে অন্য একটি কারখানায় যোগ দিয়েছে।আশুলিয়ার ছিরু মার্কেট এলাকায় থাকে সে। গতকাল শুক্রবার শিমুলতলীর তার সাবেক কর্মস্থলে ওই কিশোরী বেতন আনতে যায়। গতকাল শুক্রবার বেতন নিয়ে ফেরার পথে পূর্বপরিচিত রাসেল ও আলমের সঙ্গে তার দেখা হয়। রাসেল ও আলম তাকে জিরানিবাজার এলাকায় নিয়ে যায়। সেখানে রাসেল এবং আলমসহ চার পাঁচজন তাকে ধর্ষণ করে পথে ফেলে রেখে যায়। এ সময় কয়েকজন পথচারী তাকে উদ্ধার করে আশুলিয়া থানায় নিয়ে যান।
পরে ওই থানার উপ পরিদর্শক (এসআই) মোমিনুল ইসলাম ওই কিশোরীকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে পরে তার অবস্থা খারাপ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসি সেন্টারে ভর্তি করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানায়, পরিচয়ের সূত্র ধরে রাসেল ও আলমসহ কয়েকজন কৌশলে তাকে জিরানী এলাকায় একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে আগে থেকে তার ৪ বন্ধু উপস্থিত ছিল। এরপর ৫/৬ জন মিলে তাকে পালাক্রমে নির্যাতন করে বলে শুনেছি। এখনো কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এবিএন/সোহেল/জসিম/এমসি