শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সাভারে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

সাভারে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

‌সাভার, ১৪ জানুয়ারি, এবিনিউজ : ঢাকার সাভারে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে রিকশা চালকের বিরুদ্ধে। সাভারের আড়াপাড়া এলাকায় শনিবার রাতের আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের এ ঘটনা ঘ‌টে। ধর্ষ‌নের শিকার শিশু‌টি দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

রোববার ১৪ জানুয়ারী দুপুরে স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

সাভারের আড়াপাড়া এলাকায় শনিবার রাতের ওই ঘটনার পর থে‌কে ধর্ষক রিকশা চালক আব্দুল সাত্তার শেখ (৩৮) পলাতক রয়েছে। পু‌লিশ জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে আটক করেছে।

শিশুটির বাবা বলেন, রাতে তার মেয়েকে বাড়ির পাশে একটি রাস্তা থেকে মুখ চেপে নিজের ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করে আব্দুল সাত্তার। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বাড়িতে এসে ধর্ষণের কথা জানায়। পরে রাতেই সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করে বলে জানান তিনি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানায়, ধর্ষণের শিকার শিশুটি দ্বিতীয় শ্রেণির ছাত্রী। স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। পলাতক রিকশা চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এবিএন/মো: সো‌হেল রানা খান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত