![মতলবে এসএসসি পরীক্ষার্থীর উপর হামলা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/15/kishori-slilotahani@abnews_120720.jpg)
চাঁদপুর, ১৫ জানুয়ারি, এবিনিউজ : মতলব উত্তরের মধ্য লুধুয়া গ্রামে এস.এস.সি পরীক্ষার্থী উর্মি আক্তার (১৭) উপর হামলা করেছে এলাকার সন্ত্রাসীরা। আজ সকাল আনুমানিক পোনে ৯টায় উর্মি আক্তার স্কুলের যাওয়ার পথে মধ্য লুধুয়া গ্রামের হাফিজ উদ্দিন প্রধানের ছেলে এজহার হোসেন ও শাহ আলম গংরা অতর্কিতভাবে হামলা ও মারধর করে। এতে উর্মি গুরুতর আহত হয়। আহত উর্মিকে মতলব সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, আহত উর্মির পিতার নাম মোঃ মোশারফ হোসেন। তাদের গ্রামের বাড়ি মতলব উত্তরের মধ্য লুধুয়া গ্রামে। আহত উর্মি জানায়, আমাদের সাথে এজহার হোসেন, শাহ আলম গংদের সম্পত্তি সংক্রান্ত জের ধরে দীর্ঘদিন যাবত মামলা মোকাদ্দমা চলে আসছে। এরই জের ধরে এজহার হোসেন, শাহ আলম, মজিদা, তাজমহল, পারভীন, ফাতেমা বেগম, রোকসানা গংরা আমাকে স্কুলে যাওয়ার পথে হামলা ও মারধর করে। এছাড়া আমাকে প্রায় সময় তারা উত্ত্যক্ত করত এবং আমার পিতা-মাতাকে মারিয়া ফেলর হুমকি দেয়। তারা এলাকার দুষ্ট ও সন্ত্রাসী। তাদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজন কুমার দাস জানান, উর্মিকে বেদমভাবে প্রহার করা হয়েছে। এতে হাত ও পায়ে জখম হয়েছে। উর্মির পিতা মোশারফ হোসেন জানান, আমার মেয়েকে মারিয়া ফেলার জন্য চেষ্টা করেছে। উর্মির ডাক-চিৎকারে আশেপাশের প্রতিবেশী মোঃ শফিকুল ইসলাম ও হাজেরা বেগমসহ অন্যান্য লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে।
এবিএন/শ্যামল চন্দ্র দাস/জসিম/নির্ঝর