বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • নারী ও শিশু
  • গোবিন্দগঞ্জে ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

গোবিন্দগঞ্জে ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

গোবিন্দগঞ্জে ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা), ২১ জানুয়ারি, এবিনিউজ : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশুবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার আসামী ওই ইউনিয়নের মারিয়া সাহেববাড়ী গ্রামের রেজাউল করিমের ছেলে মিজানুর (২৭)।

আসামী ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে উক্ত বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির উদ্যোগে বিদ্যালয় চত্বরে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচি চলাকালীন অপহরণকারী ধর্ষক মিজানুর রহমান ও সহযোগিদের অবিলম্বে গ্রেফতার করার দাবী জানিয়ে বক্তব্য রাখেন বিশুবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী মো: সামিউল ইসলাম, প্রধান শিক্ষক খলিলুর রহমান, স্কুল পরিচালনা কমিটির সদস্য লোকমান হাকিম কানু, উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা কামাল সুমন, মহির উদ্দিন প্রধান, জিল্লুর রহমান সোহেল ও স্থানীয় এলাকাবাসীর পক্ষে আলহাজ্ব আব্দুর রাজ্জাক প্রমূখ।

বক্তারা পুলিশ প্রশাসনের প্রতি হুসিয়ারী দিয়ে বলেন অবিলম্বে ধর্ষক জ্বিনের বাদশা মিজানুরকে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

এ বিষয়ে থানার ওসি (তদন্ত) নাজমুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন প্রধান আসামীসহ অন্যদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি (সোমবার) ওই স্কুলের দশম শ্রেণির ছাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর বাড়িতে ফিরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় ওই ছাত্রীর মা কুলছুম বেগম বাদি হয়ে স্থানীয় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মারিয়া সাহেববাড়ী গ্রামের রেজাউল করিমের ছেলে ধর্ষক মিজানুর (২৭)সহ ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

এবিএন/তাজুল ইসলাম প্রধান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত