![ভোলায় শিশু ধর্ষণের অভিযোগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/23/dhorshon@abnews (2)_122048.jpg)
ভোলা, ২৩ জানুয়ারি, এবিনিউজ : ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া গ্রামে ২য় শ্রেণির এক শিক্ষার্থী প্রাইভেট পড়তে গেলে শিক্ষিকার স্বামী টিভি দেখার কথা বলে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে শিশুটি আতংকিত অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বোরহানউদ্দিন থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
স্বজনের অভিযোগ, গত রবিবার বিকেলে বোরহানউদ্দিন কাচিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শিকদার বাড়ীর শাহিন শিকদার ও নারগিস আক্তার এর মেয়ে।
২য় শ্রেণির ঐ শিক্ষার্থী শিক্ষিকা শাহনাজ বেগম এর বাসায় পড়তে গেলে ঐ শিক্ষিকা বাসায় না থাকায় তার স্বামী নজরুল ইসলাম (৫০) টিভি দেখার কথা বলে ঐ শিশুটিকে জোর করে ধর্ষণ করে।
পরে শিশুটি বাড়িতে এসে তার মাকে জানালে কান্নায় ভেঙে পড়ে তার মা। শিশুটিকে প্রথমে বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ভোলা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পাশবিক নির্যাতনের ফলে মানসিকভাবে ভেঙে পড়ে ২য় শ্রেণিতে পড়–য়া শিশুটি। স্কুলে যাওয়াও বন্ধ হয়ে গেছে শিশুটির।
বোরহানউদ্দিন থানার ওসি অসীম কুমার শিকদার বলেন, এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় শিশুটির পিতা শাহিন শিকদার একটি সাধারণ ডায়েরি করে। কিন্তুু তা ধর্ষণ সংক্রান্ত নয়। শিশুটিকে মারধর ও ভয় দেখানো সংক্রান্ত। আমরা তদন্ত করে দেখছি।
এবিএন/আদিল হোসেন তপু/জসিম/নির্ঝর