![সুন্দরগঞ্জে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/25/sexual_abuse_abnews_122453.jpg)
সুন্দরগঞ্জ (গাইবান্ধা), ২৫ জানুয়ারি, এবিনিউজ : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সহকারী শিক্ষক কর্তৃক দ্বিতীয় শ্রেণির জনৈক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানা গেছে, উপজেলার পশ্চিম বজরা কঞ্চিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদার রহমান গত ১৬ জানুয়ারী বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকার আব্দুর রশিদের মেয়ে ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানী করলে ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়।
প্রকাশিত সংবাদের উপর ভিত্তি করে উপজেলা শিক্ষা অফিসার হারুণ-অর-রশিদ গত ২২ জানুয়ারী ঘটনাটি তদন্তের জন্য উপজেলা সহকারী শিক্ষা অফিসার পরিমল চন্দ্র বর্মনকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেন। তদন্ত কমিটিকে দ্রুত তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার হারুন-অর-রশিদের সাঙ্গে কথা হলে তিনি জানান, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর যথাপোযুক্ত ব্যবস্থা নেয়া হবে।
এবিএন/রেদওয়ানুর রহমান/জসিম/এমসি