![মতলবে স্কুল ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/28/dorson@abnews_122989.jpg)
চাঁদপুর, ২৮ জানুয়ারি, এবিনিউজ : মতলবে স্কুল ছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগে পুলিশ মোঃ ইয়াকুব সরদার (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার মতলব দক্ষিণ থানা পুলিশ তাকে তার বাড়ি থেকে আটক করে।
মামলার অভিযোগে, পুলিশ ও ছাত্রীটির পরিবার সূত্রে জানা গেছে, ধর্ষক এবং ধর্ষিতার বাড়ী উপজেলার দক্ষিণ নাগদা গ্রামের একই বাড়ীতে। ছাত্রীটি নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয় (নি¤œমাধ্যমিক) ৮ম শ্রেণির শিক্ষার্থী। গ্রেফতার হওয়া মোঃ ইয়াকুব সরদার সম্পর্কে ওই ছাত্রীর চাচাতো ভাই। ইয়াকুব প্রায়ই ওই ছাত্রীকে নানাভাবে উত্যক্ত করে আসছেন। কয়েকদিন আগে তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রটীরে ওপর ক্ষিপ্ত হন ইয়াকুব। অপেক্ষা করতে থাকেন সুযোগের।
ছাত্রীর পরিবার জানায়, গত ২৩ জানুয়ারি পারিবারিক প্রয়োজনে ছাত্রীটির মা ঘর থেকে বের হয়ে পাশের বাড়িতে যান। এই সুযোগে ছাত্রীটিকে ঘরে একা পেয়ে ইয়াকুব জোড় করে ঘরে ঢুকে মুখে রুমারল চেপে ওই ছাত্রীকে ধর্ষণ করেন। কিছুক্ষণ পর ঘরে ফিরে আসলে মাকে ঘটনাটি জানায় ওই ছাত্রী। বিষয়টি গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধ করে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা না হওয়ায় ছাত্রীর পরিবার থানায় মামলা করার সিদ্ধান্ত নেয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও থানার উপপরিদর্শক মোঃ আব্দুর রাজ্জাক বলেন, ছাত্রী নিজেই বাদী হয়ে ইয়াকুবকে আসামী করে ধর্ষণের আইনে থানায় মামলা করে। ইয়াকুবকে তার বাড়ী থেকে আটক করা হয়। আটক ইয়াকুবকে দুপুরে চাঁদপুর বিচারক হাকিমের আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। ধর্ষণের আলামত নিশ্চিত হওয়ার জন্য ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এবিএন/শ্যামল চন্দ্র দাস/জসিম/এমসি