বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আশুলিয়ায় তরুণীকে ধর্ষণের পর হত্যা

আশুলিয়ায় তরুণীকে ধর্ষণের পর হত্যা

‌সাভার, ২৯ জানুয়ারি, এবিনিউজ : ঢাকার সাভা‌রের আশুলিয়ায় সোমবার দুপুরে এক তরুণীর বিবস্ত্র লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ, যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

আজ দুপুরে সাভা‌রের আশুলিয়ার ঘোষবাগ এলাকার একটি মাঠ থেকে অজ্ঞাত পরিচয় ওই তরুণীর লাশ দেখে স্থানীয়রা পু‌লিশে খবর দি‌লে পু‌লিশ লাশ উদ্ধার ক‌রে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানায়, আশুলিয়ার ঘোষবাগ এলাকার একটি মাঠ থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক ২৩ বছর বয়সী ওই তরুণীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বিবস্ত্র লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে বলে জানায় এ পুলিশ কর্মকর্তা। অার ওই তরুণীর পরিচয় নিশ্চিত ও হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।

ঘটনাস্থল পরিদর্শন করে পিবিআইয়ের পরিদর্শক মনির হোসেন জানায়, হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যার কারণ ও তরুণীর পরিচয় তদন্ত করে দেখা হচ্ছে।

এবিএন/মো: সো‌হেল রানা খান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত