
ভোলা, ০৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : ভোলার চরফ্যাশনের উত্তর মঙ্গল গ্রামের হোসেন মুন্সীর ছেলে রুহুল আমিনের বিরুদ্ধে এক বিধবা মহিলাকে বিয়ের প্রলভনে ধর্ষণ ও গর্ভপাত ঘটনানোর অভিযোগ পাওয়া গেছে। গর্ভপাত ঘটনানোর ফলে ওই বিধবা মহিলা প্রায় ভারসম্যহীন হয়ে পড়েছে। শুক্রবার রাত ২ টায় বিধবাকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিধবা মহিলার ভাই অভিযোগ করেন তার বোনকে বিয়ের প্রলোভন দিয়ে রুহুল আমিন অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। এতে সে ৫ মাসের অন্তসত্তা হয়ে পড়লে। রুহুল আমিনের পিতা হোসেন মুন্সী তার বোনকে চরফ্যাশন হাসপাতালে গর্ভপাত করান। গর্ভপাত করানো সময় যে ঔষধ সেবন করেছে তার পার্শ¦ প্রতিক্রিয়া সে অনেকটা ভারসম্যহীন হয়ে পড়েছে। শনিবার সে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারকে জানানো হয়েছে।
এবিএন/মমিন/জসিম