শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • নারী ও শিশু
  • কালিগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধুর শরীরে প্রেট্রোল ঢেলে আগুন
১৭ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

কালিগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধুর শরীরে প্রেট্রোল ঢেলে আগুন

কালিগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধুর শরীরে প্রেট্রোল ঢেলে আগুন

কালিগঞ্জ, ০৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : গায়ে প্রেট্রোল ঢেলে আগুন দেওয়ার ১৭ দিন পর চিকিৎসাধীন অবস্থায় এক গৃহবধুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল তিনটার দিকে খুলনা ২৫০ শয্যা হাসাপতালালে তার মৃত্যু হয়। নিহতের নাম লিমা পারভিন। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রহিমপুর গ্রামের আকরাম হোসেনের স্ত্রী ও বরেয়া গ্রামের আব্দুল গফফর গাজীর মেয়ে।

নিহতের পিতা আব্দুল গফফার গাজী জানান, রহিমপুর গ্রামের আকবর সানার ছেলে আকরাম সানার সঙ্গে তার মেয়ে লিমার দু’ বছর আগে বিয়ে হয়। বিয়ের তিন মাস না যেতেই ব্যবসা করার জন্য আকরাম ও তার বাবা আকবর তার মেয়েকে যৌতুক বাবদ এক লাখ টাকা নিয়ে আসতে বলে। দাবি অনুযায়ি দেওয়া হয় ৭৫ হাজার টাকা। গত ১৭ জানুয়ারি শ্বাশুড়ি জাহানারা খাতুন লিমাকে বাপের বাড়ি থেকে একটি মোটর সাইকেল আনতে বলে। আপত্তি করায় লিমাকে ঝাটা দিয়ে পেটানোর পর স্বামী ও শ্বশুর শ্বাশুড়ি মিলে তার শরীরে প্রেট্রোল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে লিমাকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে খুলনা ২৫০ শয্যা হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থান শনিবার বিকেল তিনটার দিকে লিমা মারা যায়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবীর দত্ত জানান, এ ঘটনায় লিমার বাবা গফফর গাজী বাদি হয়ে জামাতা , বেহাই ও বেহান এর নাম উলে¬খ করে শনিবার সন্ধ্যায় থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এবিএন/মোঃ রফিকুল ইসলাম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত