
ঢাকা, ০৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : বনানীতে ফের এক নারীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে মভঁ শনিবার রাত ৭টার দিকে বনানীর ১৩ নম্বরে অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে পুলিশ। তবে ধর্ষণের শিকার ভিকটিমের বিষয়ে এবং আটক দুজনের বিষয়ে পুলিশ কোনো তথ্য এখনো তদন্তের স্বার্থে জানাচ্ছে না।
বনানী থানার ওসি ফরমান আলী জানান, ভিকটিমের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর পরই এই ঘটনায় জড়িতদের আটক করার জন্য অভিযান চলছে। দুজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। তবে ধর্ষিতার বিষয়ে তিনিও কিছু জানাতে পারেননি। অভিযান শেষে বিস্তারিত জানাতে পারবেন বলেও জানান তিনি।
এবিএন/মমিন/জসিম