![বিশ্বনাথে ২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/07/sylhet_124709.jpg)
সিলেট, ০৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : সিলেটের বিশ্বনাথে বিউটি আক্তার রনি নামে এক নারী তার ২ সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কোনাউড়া-নোয়াগাঁও গ্রামের কৃষক কবির আলীর স্ত্রী।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার লামাকাজী ইউনিয়নের কোনাউড়া-নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা বলেন, ৩ বছর বয়সী ছেলে নাহিদুল ইসলাম মারুয়ান ও ১৮ মাসের ওয়াহিদুল ইসলাম রুমানকে বাথরুমে বালতির পানিতে চুবিয়ে হত্যা করার পর বিউটি নিজে ‘ডেটল’ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
তবে কী কারণে বিউটি নিজের সন্তানদের হত্যা করে থাকতে পারেন- সে বিষয়ে পুলিশ নিশ্চিত হতে পারেনি।
ওসি আরও জানান, বিউটির স্বামী কবির আলীকে পুলিশ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
শিশু দুটির লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেলের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এবিএন/সাদিক/জসিম/এসএ