শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

চকরিয়ায় পাড়ালিয়া দাদার কাছে ৪র্থ শ্রেণীর ছাত্রী ধর্ষিত

চকরিয়ায় পাড়ালিয়া দাদার কাছে ৪র্থ শ্রেণীর ছাত্রী ধর্ষিত

চকরিয়া, ১১ ফেব্রুয়ারি, এবিনিউজ : দাদার বয়সী নরপশুতুল্য ৫৫ বছরের আনু মিয়া জোরপূর্বক ধর্ষণ করেছে ৪র্থ শ্রেণীর এক শিশু মেয়েকে। প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে গতকাল শনিবার দিবাগত রাত ৮টায় কক্সবাজারের চকরিয়ার উপকূলীয় ইউনিয়ন বদরখালীতে এ ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষিতা শিশু ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবার সদস্য ও এলাকার লোকজন জানায়, বদরখালীর নাপিতখালী পাড়ার ছখিনা (ছদ্মনাম) আজমনগর সরকারী প্রাথিমক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। বাড়ির অদূরে রুমা নামের এক শিক্ষিকার কাছে প্রতিদিন প্রাইভেট পড়ে। শনিবার দিবাগত রাতেও প্রতিদিনের মতো প্রাইভেট পড়ে রাত ৮টার দিকে বাড়ি ফিরছিল।

কিন্তু বাড়ি পৌছার আগেই লবণচাষি একই এলাকার এরশাদ আলীর ছেলে আনু মিয়া (৫৫) পথরোধ করে ওই শিশু ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষিতা বাড়ি ফেরার পর তার রক্তক্ষরণ অব্যাহত থাকায় ও কান্নাকাটি করায় মা-বাবা কি হয়েছে জিজ্ঞেস করলে প্রতিবেশী দাদা সম্পর্কিয় আনু মিয়া ধর্ষণ করেছে বলে জানায়। ঘটনা শুনেই ছাত্রীর বাবা জ্ঞান হারিয়ে লুঠে পড়েন। পরে সংজ্ঞা ফেরার পর মেয়েকে নিয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান রাত সাড়ে ১১টার দিকে। জরুরী বিভাগের চিকিৎসক ছাত্রীর রক্তক্ষরণ দেখে হাসপাতালের রেকর্ড বইতে সেক্স এসল্ট লিখে কক্সবাজার সদর হাসপাতালের ওসিসিতে রেফার করেন।

বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর বলেন, রাতেই ধর্ষণের ঘটনাটি আমাকে অবহিত করা হয়। ওই সময় ছাত্রীকে আগে চিকিৎসা করানোর পরামর্শ দিয়ে বলি ধর্ষিতা সংকটমুক্ত হলে আইন পদক্ষেপ নিতে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ধর্ষনের ঘটনাটি আমার জানা নেই। থানায় গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কেউ লিখিত বা মৌখিকভাবে অবহিত করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এবিএন/ মুকুল কান্তি দাশ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত