সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩১
logo

ফুলবাড়ীয়ায় নিখোঁজের ৪ দিন পর শিশুর লাশ উদ্ধার

ফুলবাড়ীয়ায় নিখোঁজের ৪ দিন পর শিশুর লাশ উদ্ধার

ফুলবাড়ীয়া( ময়মনসিংহ), ১৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামের সাবু মন্ডলের ওরস শরিফ থেকে নিখোঁজের চারদিন পর গতকাল মঙ্গলবার বিকাল পার্শ্ববর্তী বাড়ীর কূপ থেকে শিশু মোখলেছুর রহমান (১০) এর মৃত দেহ উদ্ধার করা হয়েছে। শিশুর মৃতদেহ উদ্ধার করে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা। মোখলেছ একই গ্রামের ভ্যান চালক আশরাফ আলীর পুত্র।

স্থানীয়রা জানান, প্রতি বছর সাবু মন্ডলের বাড়ীতে ওরস উদযাপিত হয়ে থাকে, ধারাবাহিকতায় শুক্রবার ওরস উদযাপিত হয় সেখানে খাওয়া-দাওয়া ও গান বাজনার অায়োজন করা হয়। অন্যান্যদের ন্যায় ঐ শিশুটিও ওরস মাহফিলে এসে শিশুটি নিখোঁজ হয়, গতকাল মঙ্গলবার বিকালে নিখোঁজ মোখলেছের লাশ দেখতে পেয়ে ফায়ার সার্ভিস কে খবর স্থানীয় লোকজন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কূপের ভেতর থেকে লাশ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

থানা অফিসার শেখ কবিরুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি জিডি হয়েছে , শিশুর মৃত দেহটি ফুলে গেছে, প্রাথমিকভাবে লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি।

এবিএন/হাফিজুল ইসলাম স্বপন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত