শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • নারী ও শিশু
  • গোদাগাড়ীতে বৃদ্ধ ব্যাক্তির বিরুদ্ধে প্রতিবন্ধিকে ধর্ষনের অভিযোগ

গোদাগাড়ীতে বৃদ্ধ ব্যাক্তির বিরুদ্ধে প্রতিবন্ধিকে ধর্ষনের অভিযোগ

গোদাগাড়ীতে বৃদ্ধ ব্যাক্তির বিরুদ্ধে প্রতিবন্ধিকে ধর্ষনের অভিযোগ

গোদাগাড়ী, ১৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় এক প্রতিবন্ধিকে প্রলোভন দিয়ে ধর্ষনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে গ্রামের জনৈক এর ভাই বাদী হয়ে লম্পট এক বৃদ্ধ ব্যাক্তিকে আসামী করে গোদাগাড়ী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

থানায় অভিযোগ সূত্রে জানাগেছে,গত ১৩ ই ফেব্রুয়ারী বিকেল ৪ টায় গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়া দহ ইউনিয়নের বয়ারমারী গ্রামের জনৈক এর মেয়েকে উপজেলার দিগরাম ঘুন্টি বাউসপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আমজাদ আলী ঘাস দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে যায় এবং ধর্ষণ করে। সে সময় ধর্ষক ও তার জামাই চর বয়ারমারী আদর্শ পাড়া গ্রামের সাইদুর রহমান একসাথে বয়ারমারী এলাকায় ঘাস কাটাতে যায় । ঘাস দেওয়ার প্রলোভন দেখিয়ে মানষিক প্রতিবন্ধি মেয়েটিকে ভূট্রার জমিতে নিয়ে গিয়ে লম্পট বৃদ্ধ ব্যাক্তি জোরপূর্বক ধর্ষণ করে। এতে মেয়েটি চিৎকার দিলে মেয়েটির বড় বোন ছুটে আসলে ধর্ষক আমজাদ দৌড় দিয়ে পালিয়ে যায়। তখন প্রতিবন্ধি মেয়েটা কাঁদতে কাঁদতে তার বড় বোন কে ধর্ষনের বিষয়টি বলে।

এ বিষয়ে চর আষাড়িয়া দহ ইউনিয়নের চেয়াম্যান সানাউল্লাহ বলেন,গত মঙ্গলবার রাতে আমরা ঘটনা শুনার পর ১৪ ই ফেব্রুয়ারী ন্যাশনাল হেল্প ডেক্স ৯৯৯ নাম্বরে ফোন করি। এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের করে গোদাগাড়ী মডেল থাকে আবহিত করার পর বাদীগন থানায় হাজির হয়ে একটি মামলা দায়ের করে।

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আলতাফ হোসেন বলেন,ন্যাশনাল হেল্প ডেক্স ৯৯৯ এর মাধ্যমে সাধারণ মানুষ তাদের সমস্যা তাৎক্ষনিক জানাতে পারছে। তাই এ ঘটনাটিতে ন্যাশনাল হেল্প ডেক্স অগ্রনী ভূমিকা রেখেছে। কর্তৃপক্ষ আমাদের অবহিত করার সাথে সাথে ধর্ষককে আটক করতে সক্ষম হয়েছি এবং বৃহস্পতিবার আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এবিএন/শামসু্জ্জোহা বাবু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত