বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

নওগাঁয় নারীর গলা কাটা মরদেহ উদ্ধার

নওগাঁয় নারীর গলা কাটা মরদেহ উদ্ধার

নওগা, ১৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : নওগাঁর রানীনগরে বাড়ি থেকে এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে ফরিদার লাশ তারা উদ্ধার করেন।

নিহত ফরিদা বেওয়া (৫৫) উপজেলার পারাইলবিশিয়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, ফরিদা তার ছেলে ফরিদ ও তার স্ত্রীর সাবিনা খাতুনের সঙ্গে একই বাড়িতে থাকতেন। ফরিদ প্রতিরাতে বাড়ির পাশের একটি পুকুর পাহারা দেন। বুধবার রাতে মা ও স্ত্রীকে বাড়িতে রেখে ফরিদ কাজে চলে যান। সকালে ঘুম থেকে উঠে সাবিনা ঘরের মধ্যে শাশুড়ির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে বাড়ির লোকজনকে জানান। তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে ফরিদার গলাকাটা লাশ উদ্ধার করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফরিদ, তার স্ত্রী ও হারুন নামে এক স্থানীয় ব্যক্তিকে আটক করা হয়েছে।

লাশ আপাতত থানায় রাখা হয়েছে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত