![লালমনিরহাটে চলন্ত ট্রেনের সামনে পড়ে গৃহবুধর আত্মহত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/18/train-attohotta-abn_126408.jpg)
লালমনিরহাট, ১৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : লালমনিরহাটে খাদিজা বেগম নামে এক বিধবা গৃহবধু চলন্ত ট্রেনের সামনে পড়ে আত্মহত্যা করেছেন। আজ রোববার সকালে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের আদিতমারী উপজেলার লাল ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত খাদিজা বেওয়া ওই উপজেলার ভাদাই ইউনিয়নের বড়াবাড়ি গ্রামের মৃত লাভলু মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, গত বছর স্বামীর মৃত্যুর পর থেকে ২ মেয়ের লেখাপড়াসহ সংসারের খরচ মেটাতে মানসিক ভাবে ভেঙ্গে পড়েন খাদিজা বেগম। সকালে মেয়ের স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেড়িয়ে পড়েন তিনি। কিন্তু বিদ্যালয়ে না গিয়ে লাল ব্রীজ এলাকায় বুড়িমারী থেকে লালমনিরহাটগামী একটি ট্রেনের সামনে লাইনে শুয়ে আত্মহত্যা করেন।
ভাদাই ইউপি সদস্য আব্দুল কাদের মিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/নির্ঝর