![শিক্ষক কর্তৃক যৌন হয়রানির স্বীকার হলো দশম শ্রেণির ছাত্রী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/23/sibgonj-teacher-rap-try_127207.jpg)
শিবগঞ্জ(বগুড়া), ২৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : বগুড়ার শিবগঞ্জের রহবল উচ্চ বিদ্যালয়ে শিক্ষা সফরে গিয়ে শিক্ষক কর্তৃক ১০ম শ্রেণির ছাত্রীর যৌন হয়রানির অভিযোগ উঠেছে।লম্পট শিক্ষককে স্কুল কক্ষে অবরুদ্ধ করে বিচারের দাবীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
জানা যায়, শিবগঞ্জ উপজেলার রহবল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন রুবেল গত ১৪ ফেব্রুয়ারি স্কুল থেকে সিলেটে শিক্ষা সফরে গেলে ছাত্র-ছাত্রীরা ঘোরা ফেরা করার সময় ১০ম শ্রেণির জনৈক এক ছাত্রী তার সহপাঠীদের থেকে বাসে ছাড়া পড়লে শিক্ষক রুবেল কে তার সহপাঠিরা কোন দিকে গেছে একথা জানতে চাইলে পথ দেখানোর কথা বলে ওই শিক্ষক পার্শ্ববর্তী ঝোপে নিয়ে তার শ্লীলতা হানীর চেষ্টা করলে কয়েকজন শিক্ষার্থী দেখতে পায়।
পরে ঘটনাটি ওই ছাত্রী সহপাঠিদের খুলে বললে স্কুলে এসে ওই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক রুবেল এর বিচারের দাবীতে গত ২০ ফেব্রুয়ারি প্রধান শিক্ষককে লম্পট রুবেলের বিরুদ্ধে অভিযোগ করে শিক্ষার্থীরা। প্রধান শিক্ষক অভিযোগটি আমলে না নিয়ে চুপচাপ থাকায় গত বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারী সকাল ১১টার দিকে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা স্কুল চত্বরে লম্পট শিক্ষকের অপসরণের দাবীতে বিক্ষোভ করতে থাকে।
বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক বিনয় চন্দ্র বর্মন এর সাথে কথা বললে তিনি বলেন, আমি শিক্ষা সফরে যায়নি। তবে নির্যাতিত ছাত্রী আমাকে সহকারী শিক্ষক রুবেল এর বিরুদ্ধে একটি যৌন হয়রানির অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছি। বিদ্যালয়ের অভিভাবক মোঃ বেলাল হোসেন , সফিকুল ইসলাম, আব্দুস সামাদ এর মত অনেকে জানান আমরা এঘটনায় অত্যান্ত দুঃখিত ওই লম্পট শিক্ষকের বিচার ও বিদ্যালয় থেকে বহিস্কারের দাবী জানাচ্ছি।
আন্দোলনকারী ১০ম শ্রেণির শিক্ষার্থী নাহিদ, সিয়াম, জিহাদ জানায়, আমরা শিক্ষকের বিচার চেয়ে প্রধান শিক্ষকের কাছে একটি অভিযোগ দিয়েছি। অভিযোগে কোন কাজ হচ্ছে না। তাই আজ আমরা আবারও ওই শিক্ষকের বিচারের দাবী জানাচ্ছি। তারা আরো বলেন, পরীক্ষার সময় আমাদেরকে পরীক্ষার নাম্বার দিবে না বলে আমাদেরকে বিভিন্ন ভাবে ভয়-ভীতি প্রদর্শন করে আসছে রুবেল স্যার। বিচার না হওয়া পর্যন্ত শ্রেণি কক্ষে তালা ঝুলবে। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমানের সাথে মুঠো ফোনে কথা বললে তিনি বলেন ঘটনাটি আমি শুনেছি এবং প্রধান শিক্ষককে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।
এবিএন/খালিদ হাসান/জসিম/নির্ঝর