শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ডিমলায় গৃহবধু নির্যাতন: স্বামী আটক

ডিমলায় গৃহবধু নির্যাতন: স্বামী আটক

ডিমলা (নীলফামারী) , ২৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : নীলফামারী জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দর গ্রামের আব্দুল খালেক (৩৮) পিতা আবুল কাশেম গত ২৪/০২/২০১৮ তার স্ত্রী পারভীন দুই সন্তানের জননী কে হাত-পা বেধে রাখে গোয়াল ঘরে।

ডিমলা থানা পুলিশ খবর পেয়ে ঘটনার স্থলে গিয়ে আহত অবস্থায় পারভীনকে উদ্ধার করে এবং পরভীনের স্বামী আব্দুল খালেককে আটক করে ডিমলা থানায় নিয়ে আসে ও গুরতর আহত পারভীনকে ডিমলা সদর হাসপাতলে ভর্তি করলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

ঘটনার বিবরণে জানা যায় পারভীর এর ছোট বোন লাভলীর নিকট ৭০ হাজার টাকা জমি বন্দক বাধা দেওয়ার জন্য কিন্তু দীর্ঘ দিনের সে জমি বন্দক এবং টাকা কোনাটাই দেয় না। এই নিয়ে পারভীন স্বামী খালেককে বললে স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড বিবাদ, অশ্লীল ভাষায় গালিগালজ করলে পারভীন প্রতিবাদ করায় খালেক ও তার লোকজন মিলে পারভীনকে হাত-পা বেধে গোয়াল ঘরের খুটির সাথে বেধে প্রচন্ড মারপিঠ করে এবং মধ্য যুগীয় কায়দায় স্ত্রী পারভীনের পায়ু পথে গরুর খুট দিয়ে আঘাত করে।

পারভীনের প্রচন্ড আত্ম চিৎকারে গ্রামবাসী ছুটে আসলেও পারভীনকে উদ্ধার করতে পারে নাই। এ বিষয়ে ডিমলা থানায় গৃহবধুর ভাই জাহাঙ্গীর ৭ জন কে আসামী করে একটি মামলা দায়ের করে যার নম্বর-১৫, তাং- ২৪/০২/২০১৮ ইং। ডিমলা থানা ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীকে নারী নির্যাতন মামলায় জেলা জেল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এবিএন/বাদশা সেকেন্দার ভুট্টু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত