শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সিরাজগঞ্জে পরিবারের অমতে বিয়ে করায় তরুণীকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জে পরিবারের অমতে বিয়ে করায় তরুণীকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জ, ০২ মার্চ, এবিনিউজ : পরিবারের অমতে বিয়ে নিয়ে দ্বন্দ্বের জেরে সিরাজগঞ্জের সলঙ্গায় এক ব্যক্তি তার ভাতিজিকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার রানীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মমতা খাতুন (২২) রানীনগর গ্রামের মজিদ মণ্ডলের মেয়ে। ওই গ্রামেরই ছানোয়ার হোসেন তার স্বামী।

সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বলেন, বাড়ির পাশের একটি পুকুর পাড়ে মমতাকে কুড়াল দিয়ে কুপিয়ে জখম করেন তার চাচা আমির হোসেন। গুরুতর অবস্থায় মমতাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, কয়েক বছর আগে গ্রামের মোজাম মণ্ডলের ছেলে ছানোয়ারকে পছন্দ করে বিয়ে করেন মমতা। বাপের বাড়ির লোকজন তা মেনে না নেওয়ায় ছানোয়ারের সঙ্গে ঢাকায় চলে যান তিনি। পরে পরিবার বিষয়টি মেনে নিলে সম্প্রতি মমতা বাবার বাড়ি বেড়াতে আসেন। কিন্তু তাতে চাচা আমির হোসেনের সম্মতি ছিল না। এর জেরে সকালে মমতা বাড়ির পাশের পুকুর পাড়ে বাসন ধোয়ার সময় আমির তাকে কুপিয়ে জখম করেন বলে স্থানীয়দের ভাষ্য।

এসআই মফিজুল বলেন, ময়নাতদন্ত শেষে মমতার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত