![নান্দাইলে ট্রাক চাপায় স্কুল ছাত্রী নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/06/road-accident5_128767.jpg)
ময়মনসিংহ, ০৬ মার্চ, এবিনিউজ : ময়মনসিংহের নান্দাইলে ট্রাক চাপায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে । জানা যায়, আজ সকাল ৯টার দিকে অটোরিকশা করে তিন ছাত্রী স্কুলে যাবার সময় একটি ট্রাক তাদের চাপায় দেয়, এতে ঘটনাস্থলেই সোনিয়া নামে একজন নিহত হয়েছে। আশংকাজনক অবস্থায় অপর দুই ছাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কে ঝালুয়া এলাকায় এ ঘটনাটি ঘটে। হতাহতরা নান্দাইল পাইলটউচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী।
এবিএন/মো:মঈন উদ্দিন রায়হান/জসিম/নির্ঝর