![ঠাকুরগাঁয়ে মেয়েদের সাইকেল র্যালীর মাধ্যমে নারী দিবস উদযাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/08/thakurga-womens-day_129214.jpg)
ঠাকুরগাঁও, ০৮ মার্চ, এবিনিউজ : ঠাকুরগাঁওয়ে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মেয়েদের সাইকেল র্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল।
আজ বৃহস্পতিবার মানবকল্যান পরিষদ-এমকেপি’র আয়োজনে ও ডিয়াকোনিয়া-বাংলাদেশের সহযোগিতায় জেলা পরিষদ চত্বর থেকে মেয়েদের সাইকেল র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে এক আলোচনা সভায় এমকেপি’র নারী যোগাযোগ কেন্দ্রের উপদেষ্টা এহিয়া রউফের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফুরাতুন নাহার প্যারিস, এমকেপির পরিচালক রবিউল আযম, রুহিয়া থানার ওসি তদন্ত রওশনারা রত্না , নারী যোগাযোগ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সুলতানা বেগম, ডিয়াকোনিয়ার কান্ট্রি ম্যানেজার খতেজা সুলতানা, পোগ্রাম অফিসার মাজহারুল ইসলাম, প্রধান কার্যালয়ের যোগাযোগ অফিসার মার্টিনা বার্গ প্রমুখ।
সাইকেল র্যালীতে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্কুলের প্রায় ২শত মেয়ে সাইকেল নিয়ে অংশগ্রহন করে।
এবিএন/জসিম/নির্ঝর