বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

নারী দিবসে গাজীপুরে র‌্যালী ও আলোচনা সভা

নারী দিবসে গাজীপুরে র‌্যালী ও আলোচনা সভা

গাজীপুর, ০৮ মার্চ, এবিনিউজ : ‘সময় এখন নারীর : উন্নয়নে তারা বদলে যাচ্ছে, গ্রাম-শহর কর্মজীবনধারায়’ এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে আন্তরর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে গাজীপুরে র‌্যালী, আলোচনা সভা ও নারী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে।

র‌্যালীটি আজ সকালে জেলা প্রশাসনের কার্যালয় থেকে শুরু হইয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে অংশ নেন সরকারি কর্মকর্তা-কর্মচারী, এনজিও কর্মী, স্বেচ্ছসেবী প্রতিষ্ঠানের কর্মী ও শিক্ষক শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার দুপুরে ভাওয়াল রাজবাড়ির নাটমন্দিরে আন্তর্জাতিক নারী দিবস-২০১৮ উপলক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার। পরে রাজবাড়ির নাটমন্দিরে জেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নারী উন্নয়ন মেলার স্টল ঘুরে দেখেন প্রধান অতিথি সিমিন হোসেন রিমি।

এবিএন/আলমগীর হোসেন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত