![অভয়নগরে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/08/shishu-dhorshon-ovijog_129319.jpg)
অভয়নগর (যশোর), ০৮ মার্চ, এবিনিউজ : অভয়নগর উপজেলার হিদিয়া গ্রামে গতকাল বুধবার দুপুরে ৬ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। সে হিদিয়া দাখিল মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী।
শিশুটি মাদ্রাসা থেকে বাড়ি ফেরার সময় ওই গ্রামের জলিল গাজীর বখাটে ছেলে লিটন গাজী (১৮) তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির পিতা বাদি হয়ে থানায় মামলা করেছেন।
শিশুটির পিতা জানান, ঘটনার দিন তার মেয়ে মাদ্রাসা ছুটির পর বাড়ি ফিরছিল। পথে লিটন গাজী তার মেয়েকে অর্থের প্রলোভন দিয়ে বাঁশ বাগানে নিয়ে যায়। সেখানে মুখ চেপে ধরে লিটন তাকে ধর্ষণ করেছে। তার মেয়ে কান্না করতে করতে বাড়ি ফেরে। তার প্যান্টে রক্ত দেখে ঘটনা জানাতে চাইলে সে বিষয়টি খুলে বলে।
শিশুটির মা বলেন, ‘আমার মেয়েকে ধর্ষণ করায় কয়েকজন মহিলা মিলে লিটনকে বাড়ি থেকে ধরে আনি। কিন্তু লিটনের বাবা জালাল আমাদের বাড়িতে এসে তাকে চড়-থাপ্পড় দিতে দিতে নিয়ে চলে যায়। পরে আমরা থানায় গেলে পুলিশ মেয়েকে হাসপাতালে ভর্তি করতে বলে। পরে লিটন গাজী এলাকা ছেড়ে পালিয়ে গেছে। আমরা থানা পুলিশের পরামর্শ মোতাবেক মেয়েকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছি।
যশোর জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ডা. কানিজ ফাতিমা বলেন, ‘শিশুটি হাসপাতালে ভর্তি আছে। তার সকল পরীক্ষা নিরিক্ষা করা হয়েছে, রিপোর্ট পেতে সময় লাগবে।’
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া জানান, ‘ছয় বছরের শিশু ধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে লিটন গাজী নামে একজনের বিরুদ্ধে মামলা হয়েছে।’
এবিএন/সেলিম হোসেন/জসিম/এমসি