সাতক্ষীরা, ০৯ মার্চ, এবিনিউজ : সাতক্ষীরার আশাশুনিতে চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ধর্ষীতার পিতা বাদী হয়ে আশাশুনি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ ধর্ষকের স্ত্রী বানু বেগমকে আটক করেছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুল ইসলাম সাইন জানান, গত ৪ ফেব্রুয়ারি স্কুল ছাত্রী সন্ধ্যায় টিউবওয়েলে পানি আনতে গেলে পুরোহিতপুর গ্রামের মৃত শহর আলী সরদারের ছেলে মোহাম্মাদ আলী (৫৫) তাকে জোরপূর্বক তুলে নিয়ে বাড়ির পাশে একটি আম বাগানে নিয়ে তাকে ধর্ষণ করে।
এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে ধর্ষক মোহাম্মাদ আলি ও তার স্ত্রীকে বানু বেগমকে আসামী করে আশাশুনি থানায় গতকাল বৃহস্পতিবার একটি ধর্ষণ মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ রাতেই ধর্ষকের স্ত্রী বানুকে আটক করেছে।
ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য আজ শুক্রবার সকালে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এবিএন/এম.শাহীন গোলদার/জসিম/এমসি